Logo
Logo
×

আন্তর্জাতিক

তালেবান সরকারের জন্য বড় খবর দিল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম

তালেবান সরকারের জন্য বড় খবর দিল রাশিয়া

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে রাশিয়া। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক রায়ে তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

২০০৩ সাল থেকে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল, যার ফলে রাশিয়ায় তালেবান সদস্যদের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ ছিল আইনত দণ্ডনীয় অপরাধ। তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে ভূরাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর রাশিয়া ধীরে ধীরে এই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়েছে।

সাম্প্রতিক সময়ে তালেবানের প্রতিনিধিরা একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন আলোচনাতেও অংশ নিয়েছেন। এই প্রেক্ষাপটে, রাশিয়ার আদালতের এ রায় সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার পথ তৈরি করল।

২০২৩ সালে প্রণীত রাশিয়ার নতুন আইনের আওতায় সন্ত্রাসী তালিকা থেকে সংগঠন বাদ দেওয়ার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে যায়। এই রায়ের মধ্য দিয়ে তালেবানের সঙ্গে রাশিয়ার গঠনমূলক যোগাযোগের আরও সুযোগ তৈরি হলো।

যদিও এখনো কোনো দেশ তালেবানকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি, তবে কাবুলে চীন, ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস চালু রয়েছে। এরই মধ্যে ২০২৩ সালে চীন তালেবান সরকারের অধীনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করেছিল।

রাশিয়ার এই সিদ্ধান্তকে তালেবান ও আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন