Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পাকিস্তানের

ছবি : সংগৃহীত

১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন নিজ নিজ পক্ষের নেতৃত্ব দিয়েছেন।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতাসহ নানা বিষয়ে মতবিনিময় করা হয়েছে। উভয় দেশ তাদের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে। নিউইয়র্ক, কায়রো, সামোয়া ও জেদ্দায় সম্প্রতি দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের জন্য সন্তোষ প্রকাশ করা হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহায়তা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত চূড়ান্ত করা, নিয়মিত সংলাপ চালু রাখা এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে তাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুযোগ দেয়ার প্রস্তাব করা হয়, আর বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দেয়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির প্রস্তাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ চালুর ওপর গুরুত্বারোপ এবং ভিসা সহজীকরণের অগ্রগতির প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রীড়া, গণমাধ্যম ও সংস্কৃতিতে বড় পরিসরে সহযোগিতা করতে বিভিন্ন সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ সার্কের কার্যক্রম পুনরুজ্জীবিত করার প্রতি মত দিয়েছে। বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে। 

২০২৬ সালে ইসলামাবাদে দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে সম্মতি জানানো হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন