ওয়াক্ফ আইন ঘিরে পশ্চিমবঙ্গের সহিংসতায় বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সংশোধিত ওয়াক্ফ আইন নিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশকে ‘অযৌক্তিক’ এবং ‘ছলনাপূর্ণ প্রচেষ্টা’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।
এর আগে ৮ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এই বক্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যে মন্তব্য এসেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রেক্ষাপটে এমন বক্তব্য একটি ছদ্মবেশী এবং বিভ্রান্তিকর প্রচেষ্টা। অন্যের বিষয়ে সদুপদেশ না দিয়ে নিজেদের সংখ্যালঘু অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া উচিত।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ভারতের সংসদের দুই কক্ষে ‘সংশোধিত ওয়াক্ফ বিল, ২০২৫’ পাস হয় এবং ৫ এপ্রিল রাষ্ট্রপতির অনুমোদনের পর ৮ এপ্রিল তা কার্যকর হয়। এর বিরোধিতায় রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুরসহ বিভিন্ন রাজ্যে শুরু হয় ব্যাপক বিক্ষোভ।
সবচেয়ে বড় সহিংসতা ঘটে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায়। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মুর্শিদাবাদে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে, এবং গ্রেপ্তার করা হয়েছে ২০০-র বেশি মানুষ। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।
আইন স্থগিতের দাবিতে ইতোমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জিব খান্নার বেঞ্চে শুনানি শুরু হয়েছে গত বুধবার। শুনানির দিনই কেন্দ্রীয় সরকার আইনটি কার্যকর করার সময় পিছিয়ে দেয়।
সূত্র : এনডিটিভি অনলাইন



