Logo
Logo
×

আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সম্ভাবনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে পারে বাংলাদেশ। সোমবার (১৪ এপ্রিল) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি আদালত টিউলিপ ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে জামিন চাইতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে ইন্টারপোলের মাধ্যমে তাকে বিশ্বব্যাপী খুঁজে বের করে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে।

দুদকের অভিযোগ, টিউলিপ পূর্বাচল নিউ টাউন প্রকল্পে তার মা, ভাইবোনের নামে তিনটি প্লট বরাদ্দ নিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দেন। বর্তমানে তারা যুক্তরাজ্যে অবস্থান করছেন।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন টিউলিপকে পলাতক ঘোষণা করেছেন এবং তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান ও বোন আজমিনার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

টিউলিপ ও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, "আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমি কিছু ভুল করিনি।"

এর আগে জানুয়ারিতে সিটি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে রাশিয়া-নির্মিত পারমাণবিক প্রকল্প থেকে তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসের ফ্ল্যাট উপহার হিসেবে গ্রহণের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সরকার যদি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে, তবে যুক্তরাজ্যের মন্ত্রী ও বিচারকদের কাছে পরিষ্কার প্রমাণ পেশ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন