Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম

ইসরাইলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ

ছবি : সংগৃহীত

ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজার দক্ষিণে খান ইউনিসের স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরাইলি বোমা আঘাত হানলে তিনি প্রাণ হারান।

দীনা খালেদ জাউরুব গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর আঁকা চিত্রকর্মের জন্য তিনি আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার অর্জন করেন।

এই হামলা ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতার একটি করুণ উদাহরণ হিসেবে চিত্রিত হয়েছে। দীনার মৃত্যু তার শিল্পকর্ম এবং মানবাধিকারের প্রতি তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন