Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার পাকিস্তানে ‘গাজা সংহতি মার্চ’, লাখো মানুষের ঢল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম

এবার পাকিস্তানে ‘গাজা সংহতি মার্চ’, লাখো মানুষের ঢল

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও  ইসরাইলের হামলার নিন্দা জানাতে ‘গাজা সংহতি মার্চ’ শিরোনামে আয়োজিত বিশাল বিক্ষোভে পাকিস্তানের রাস্তায় নেমেছেন লাখো মানুষ। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান তারা।  

রোববার (১৩ এপ্রিল) ‘গাজা সংহতি মার্চ’ পালন করতে করাচির করাচির প্রধান শাহরা-এ-ফয়সাল সড়ক মানুষে ভরে যায়।  আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন।  বিক্ষোভে প্রচণ্ড গরমের মধ্যেও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এবং হামাসের দুই নিহত শীর্ষ নেতা- ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের বহন করেছেন। অএ ছাড়া গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল রাখা হয়। 

এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন।

বিক্ষোভের সময় সড়কজুড়ে ছিল ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’, ‘ইসরাইল নিপাত যাক’ এবং ‘গাজায় গণহত্যা – মুসলিম বিশ্ব লজ্জিত হও’ লেখা বিশাল ব্যানার। শিক্ষার্থীদের কাঁধে ছিল একটি ১০০ ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়।

জনতা স্লোগান দিচ্ছিল- ‘লাব্বাইক ইয়া গাজা’ ও ‘লাব্বাইক ইয়া আকসা’, যার অর্থ: ‘গাজা, আমরা আছি’ ও ‘আল-আকসা, আমরা আছি’। এ সময় জামায়াতে-ইসলামি দলের প্রধান নেতা হাফেজ নাঈম-উর-রহমানসহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অনেকেই নারী ও শিশু।

আরএস/ 



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন