সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৯ আহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১০:২৬ পিএম
সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৯ আহত ২০
সোমালিয়ার রাজধানী মগাদিশুতে একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও ২০ জন।
রোববার (১৪ জুলাই) রাতে এ হামলার সময় টিভিতে ইউরো কাপের ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখছিল কয়েকজন দর্শনার্থী। খবর আলজাজিরার।
গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী।
আল–শাবাব বেতারে এক বিবৃতিতে দাবি করেছে, বোমা হামলাটি এমন একটি জায়গাকে লক্ষ্য করে করা হয়েছে যেখানে সরকারি কর্মকর্তা–কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা রাতে আড্ডা দিত।
দেশটির জাতীয় নিরাপত্তা এজেন্সির কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সোমবার (১৫ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ৯ জন নিহত হয়েছে। যদিও রোববার মৃতের সংখ্যা ৫ জন বলা হয়েছিল। নিহত ৯ জনই বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছে আরও ২০ জন।
ইউসুফ বলেন, ‘রেস্টুরেন্টের ভেতরে অনেক লোক ছিল, যাদের বেশিরভাগই যুবক, যারা ফুটবল ম্যাচ দেখছিল… কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, তাদের বেশিরভাগই সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে এবং পেছনের দেয়াল লাফিয়ে নিরাপদে বেরিয়ে এসেছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় ওই রেস্টুরেন্টে বিস্ফোরণের কারণে রাতের আকাশে বিশাল আগুনের গোলা এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সালাদ বিস্ফোরণের কয়েক মিনিট পর ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান,ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মরদেহ পাওয়া গেছে।
বোমা হামলায় অন্তত ১০টি গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতির ভবনের কাছে সুরক্ষিত এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।