Logo
Logo
×

আন্তর্জাতিক

মরক্কোয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

মরক্কোয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রবিবার মরক্কোর রাজধানী রাবাতসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। আলজাজিরার খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি ছিল দেশটিতে অন্যতম বৃহৎ গণআন্দোলন।

বিক্ষোভকারীরা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের তীব্র নিন্দা জানান। রাবাতের রাস্তায় তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন, নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত পোস্টার প্রদর্শন করেন।

গত মাসে ইসরায়েল নতুন করে বিমান ও স্থল হামলা চালিয়ে গাজার যুদ্ধবিরতি ভেঙে ফেলে। এর ফলে নতুন করে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশেও ইসরায়েলি হামলার প্রতিবাদে একই ধরনের বিক্ষোভ দেখা গেছে। এসব বিক্ষোভে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার স্লোগান দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা পুনর্গঠন পরিকল্পনার’ বিরোধিতাও করেছেন বিক্ষোভকারীরা। তারা এই প্রস্তাবকে ‘জাতিগত নির্মূল’ বলে আখ্যা দিয়েছেন। এছাড়া, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর দমন-পীড়নেরও নিন্দা জানিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন