গাজায় ১৭ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম
ফাইল ছবি
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ১৭ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় শিক্ষা ইসরায়েলি দখলদার বাহিনীর সরাসরি আক্রমণের শিকার হচ্ছে, যা স্কুল ধ্বংস করে দিচ্ছে এবং শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশে প্রবেশ করতে বাধা দিচ্ছে। গাজায় ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান হামলায় ফিলিস্তিনি শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। সরকারি প্রতিবেদনে দেখা গেছে, হতাহতের ৬০ শতাংশের বেশি নারী ও শিশু।
ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো তথ্যানুসারে, ১৮ বছরের কম বয়সি শিশুরা ফিলিস্তিনের জনসংখ্যার ৪৩ শতাংশ, পশ্চিম তীরে ৩.৪ মিলিয়ন এবং গাজায় ২.১ মিলিয়ন।



