Logo
Logo
×

আন্তর্জাতিক

সেপ্টেম্বরে অবসর নিচ্ছেন মোদি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

সেপ্টেম্বরে অবসর নিচ্ছেন মোদি?

নাগপুর অফিসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে— এমন দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

রাউতের ভাষ্য অনুযায়ী, মোদি সেপ্টেম্বরে অবসর নেবেন এবং সম্প্রতি নাগপুরের আরএসএস সদর দপ্তর পরিদর্শনও সেই প্রক্রিয়ার অংশ। 

তিনি বলেন, গত ১০-১১ বছরে মোদি আরএসএস সদর দপ্তরে যাননি। এবার তিনি মোহন ভাগবতকে ‘টাটা, বাই বাই’ বলার জন্যই সেখানে গিয়েছিলেন।

রাউত আরও দাবি করেন, আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায় এবং মোদির উত্তরসূরি মহারাষ্ট্র থেকে নির্বাচিত হবেন।

তবে, বিজেপির শীর্ষ নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি আরও বহু বছর দেশকে নেতৃত্ব দেবেন।

এই বিতর্ক ইতোমধ্যেই ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে এবং হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডেসহ একাধিক গণমাধ্যম এটি গুরুত্ব সহকারে কাভার করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন