
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ এএম
লোহিত সাগরে মার্কিন রণতরীকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
লোহিত সাগরের উত্তরাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর বহরে থাকা অন্যান্য জাহাজকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার মতে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলাগুলি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায়, বুধবার ভোরের দিকে এই হামলা সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে। তাদের দাবি, গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত মার্কিন রণতরী এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের হামলা কার্যক্রম চলতে থাকবে।
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত আল-মাশিরাহ টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুদাইদাহর মানসুরিয়া জেলায় একটি পানি প্রকল্পে বিমান হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত এবং প্রকল্পের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে মার্কিন নৌবাহিনী এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুথিদের পক্ষ থেকে মার্কিন যুদ্ধজাহাজে হামলা অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।