
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

ছবি : সংগৃহীত
মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সর্বশেষ ১৭০০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৩০ মার্চ) আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফোন করে জানিয়েছেন, প্রাকৃতিক এই দুর্যোগে ৩৪০০ জন আহত এবং ৩০০ জন নিখোঁজ রয়েছেন।
এর আগে, শনিবার (২৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মান্দালায় ধ্বংসস্তূপের নিচে ৩০ ঘণ্টা আটকে থাকার পর ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। ঘটনাটির ভিডিও ফুটেজ দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই এখনও জীবিত থাকতে পারেন। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরঞ্জামের সংকটে খালি হাতেই অভিযান পরিচালনা করতে হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এই ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে।