অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে ৩১ মার্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, পবিত্র ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ সোমবার উদযাপন করা হবে। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সিডনি এবং পার্থে ২৯তম রজমানে ঈদের চাঁদ দেখা সম্ভব নয়। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ মার্চ হবে রমজানের শেষ দিন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ মার্চ সূর্যাস্তের পর সিডনিতে স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে এবং পার্থে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু উভয় শহরে সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে, সে কারণে ৩০ মার্চ শাওয়ালের প্রথম দিন হিসেবে গণ্য হবে না।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করেছে, শাওয়ালের প্রথম দিন ৩১ মার্চ হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।



