
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:০১ এএম
ফ্রান্সে প্রশিক্ষণ মহড়ার সময় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সেন্ট-ডিজিয়ারে একটি বিমানঘাঁটির কাছে প্রশিক্ষণ মহড়ার সময় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ছয়টি আলফা জেট নিয়ে মহড়া চলাকালে আকাশে দুটি বিমানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির বিমান ও মহাকাশ বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্য নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, যুদ্ধবিমান দুটিতে থাকা তিনজন—দুই পাইলট ও একজন আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ছয়টি যুদ্ধবিমান একসঙ্গে ঘুরছিল এবং রঙিন ধোঁয়া নির্গত করছিল। এর মধ্যে দুটি বিমানের সংঘর্ষ হয় এবং তারা মাটিতে পড়ে যায়। সংঘর্ষের পরপরই বিশাল আগুনের গোলার বিস্ফোরণ দেখা যায়।
উল্লেখ্য, ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জরুরি সেবাগুলো দ্রুত কাজ শুরু করেছে এবং আহত ক্রুদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।