
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০৯:০৭ এএম
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আগামী ২৮ এপ্রিল দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ মার্চ) দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি বছরের শুরুতে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং লিবারেল পার্টির দলীয় প্রধানের পদও ছেড়ে দেন। এরপর অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে মার্ক কার্নিকে নতুন নেতা নির্বাচিত করা হয়। মাত্র এক সপ্তাহ আগে শপথ নেওয়ার পরই তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিলেন, যা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল।
গত বছর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কানাডার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ বলে কটাক্ষ করেন। সেই সময় কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে এবং জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ট্রাম্প কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় আগাম নির্বাচন ঘোষণার বিষয়ে কার্নিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ৯ দিনে আমি এবং আমার দল কানাডার অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছি।"
এছাড়া ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, "আমি আলোচনা করতে প্রস্তুত, তবে তার আগে ট্রাম্পকে স্বীকার করে নিতে হবে যে কানাডা একটি স্বাধীন দেশ।"
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে মার্ক কার্নির সঙ্গে এখনও ডোনাল্ড ট্রাম্পের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
সূত্র: বিবিসি