বিদ্যুৎ বিভ্রাটে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম
লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) সারাদিনের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যা বিমান চলাচলসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত করে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী, আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, আর অপেক্ষমাণ বিমানগুলো ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইট গ্যাটউইকে স্থানান্তর করেছে, কোয়ান্টাস এয়ারওয়েজ পার্থ-লন্ডন ফ্লাইট প্যারিসে পাঠিয়েছে এবং ইউনাইটেড এয়ারলাইন্স নিউইয়র্ক ফ্লাইট আয়ারল্যান্ডের শ্যাননে স্থানান্তর করেছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রোতে প্রতিদিন প্রায় ১,৩০০টি ফ্লাইট ওঠানামা করে। এটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।



