
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম
এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল থেকে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসতে পারেন। বৃহস্পতিবার (২০ মার্চ) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন এ তথ্য জানিয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে কোনো শীর্ষ পাকিস্তানি মন্ত্রীর প্রথম উচ্চ পর্যায়ের সফর। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই সফর চলবে এবং এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে।
এই সফরে ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া, বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন সমঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এসব চুক্তির মূল লক্ষ্য হবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও উন্নত করা।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব কিছুটা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।