
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
গাজায় ইসরায়েলের হামলা ‘মাত্র শুরু’ বলে নেতানিয়াহুর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০২ পিএম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
এক রাতেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০৪ জন, আহত হয়েছেন আরও শত শত মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাতে, পবিত্র রমজান মাসে সেহরির সময়, আকস্মিকভাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এটি গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে বড় হামলা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলাকে "শুধু শুরু মাত্র" বলে হুঁশিয়ার করেছেন। তিনি জানান, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইসরায়েল ফের হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের শর্তে হামাস বন্দি বিনিময় ও আলোচনা চালিয়ে যেতে রাজি হলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। বর্তমানে ইসরায়েলের কারাগারে ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকে নির্যাতনের শিকার বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।
নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে নেওয়া হবে না। গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিন ইসরায়েল হামাস হামাস ইসরায়েল যুদ্ধ গাজায় হামলা বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য সংকট বিশ্ব সংবাদ