
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৬:২৯ পিএম
হন্ডুরাসে বিমান দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
হন্ডুরাসের ক্যারিবীয় উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় দুপুরে রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
কর্তৃপক্ষ জানায়, “জেটস্ট্রিম এয়ারক্রাফ্ট” নামের বিমানটি ১৪ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে উড্ডয়ন করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়েই জরুরি বিভাগ উদ্ধার কাজে নামে। নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে, আর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাত্রীদের মধ্যে মার্কিন ও ফরাসি নাগরিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখনও পর্যন্ত বিমানের বিধ্বস্ত হওয়ার কারণ স্পষ্ট নয়। তদন্ত চলছে, এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।