
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৬:১৬ এএম
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, এতে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার (১৮ মার্চ) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে আক্রমণ শুরু করে। রয়টার্স চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানায়, হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
আলজাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাই গাজায় সবচেয়ে বড় হামলা। গাজার উত্তরাঞ্চল: ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটিতে অন্তত ২০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। মধ্য গাজার আল-দারাজ: আল-তাবি’ইন নামে বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস: মাওয়াসি এলাকার তাঁবুতে থাকা শরণার্থীদের ওপর হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পরই নতুন করে হামলা শুরু করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরায়েল আবারও সামরিক অভিযানে নেমেছে।
ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে, তারা গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে আমাদের বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেইট, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামাসের সন্ত্রাসী স্থাপনায় আঘাত হানছে।"
গাজার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, এবং এই আক্রমণের ফলে নতুন করে সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।