Logo
Logo
×

আন্তর্জাতিক

রাজ্যসভায় তসলিমাকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি বিজেপি সাংসদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

রাজ্যসভায় তসলিমাকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি বিজেপি সাংসদের

ছবি : সংগৃহীত

ভারতের আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

সোমবার (১৭ মার্চ) রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “তসলিমা নাসরিনের কাছে কলকাতা শুধু একটি শহর নয়, এটি তার প্রাণের জায়গা। তিনি বাংলায় কথা বলতে ও সাহিত্যচর্চা করতে চান। তাই তাকে উপযুক্ত নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে কলকাতায় ফেরানো উচিত।”

শমীক ভট্টাচার্য আরও বলেন, “আমরা চাই, প্রগতিশীলতার নামে মুসলিম মৌলবাদের কাছে আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক, বাংলার নারী আন্দোলনে নতুন দিগন্তের সূচনা হোক।”

এই বক্তব্যের পরপরই নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “২০০৭ সালে রাজ্যসভার সাংসদ গুরুদাস দাশগুপ্ত প্রথম আমার বিষয়ে সংসদে কথা বলেছিলেন, যখন আমাকে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার কলকাতা থেকে বিতাড়িত করেছিল। আজ ১৮ বছর পর, বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য আমাকে ফেরানোর দাবি জানালেন। জানি না আদৌ কলকাতায় ফিরতে পারব কি না, তবে তিনি আমাকে মনে রেখেছেন— এজন্য কৃতজ্ঞ।”

২০০৭ সালে তসলিমার আত্মজীবনীমূলক বই ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর পশ্চিমবঙ্গে ব্যাপক বিতর্ক শুরু হয়। বইটি ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে তৎকালীন বাম সরকার তাকে কলকাতা ছাড়তে বাধ্য করে এবং পরে রাজস্থানে নির্বাসনে পাঠায়। এরপর থেকে তিনি ভারতে আশ্রয় পেলেও কলকাতায় ফিরে যেতে পারেননি।

বিজেপি সাংসদের এই দাবির পর তসলিমার কলকাতায় ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন