লোহিত সাগরে মার্কিন রণতরীতে হুথিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম
ছবি : সংগৃহীত
লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো হামলার শিকার হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এই হামলা চালিয়েছে। হুথিদের মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেনে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে সোমবার তারা ১৮টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর হুথিদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় এটি হুথিদের পক্ষ থেকে মার্কিন নৌবাহিনীর ওপর দ্বিতীয় হামলার ঘটনা। হুথিদের দাবি, আমেরিকার ধারাবাহিক আগ্রাসনের বিরুদ্ধে এটি তাদের প্রতিশোধ।
ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। অন্যদিকে, হুথি-সমর্থিত সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনের ক্যান্সার কেন্দ্র এবং বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হামলার পর লোহিত সাগরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বর্তমানে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০.৯৯ ডলারে। পরিস্থিতি বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।



