পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে ট্রাম্পের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

ছবি : সংগৃহীত
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ মার্চ, ফক্স বিজনেস নেটওয়ার্ক-এ এক সাক্ষাৎকারে ট্রাম্প এই চিঠির বিষয়টি জানান।
তিনি বলেন, "আমি চিঠিতে উল্লেখ করেছি, আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটা ইরানের জন্য ভালো হবে।"
চিঠির মাধ্যমে ট্রাম্প ইরানকে একটি হুঁশিয়ারি দেন, জানিয়ে বলেন, যদি ইরান আলোচনায় বসতে অস্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র ওই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে। তিনি আরও বলেন, ইরানের জন্য সবচেয়ে উপকারী বিষয় হবে আলোচনার মাধ্যমে সমঝোতা প্রতিষ্ঠা করা।
তবে, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছে, তাদের মতে, তারা এমন কোনো চিঠির বিষয়ে জানে না।
পূর্বে, ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছিলেন, "ইতিহাস সাক্ষী যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করলে ইরানের কোনো উপকার হবে না।"