Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের সামনেই কর্মী ছাঁটাই নিয়ে দ্বন্দ্বে জড়ালেন মাস্ক-রুবিও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:০৯ পিএম

ট্রাম্পের সামনেই কর্মী ছাঁটাই নিয়ে দ্বন্দ্বে জড়ালেন মাস্ক-রুবিও

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সামনে বিতর্কে জড়িয়েছেন নবগঠিত গভার্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে কর্মী ছাঁটাই নিয়ে তাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।

এবিসি নিউজ জানায়, বৈঠকে উপস্থিত কয়েকটি সূত্রের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এবং রুবিও যখন বিতর্কে জড়ান, তখন অন্য মন্ত্রিসভার সদস্যরা সক্রিয়ভাবে ওই বিতর্কে অংশ নেননি এবং তারা পর্যবেক্ষক হিসেবে সেখানে ছিলেন।

নিউ ইয়র্ক টাইমস প্রথমে মাস্ক ও রুবিওর মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশ করে। এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্ক রুবিওকে অভিযুক্ত করেন যে, তার বিভাগের কেউই ছাঁটাই হয়নি। তবে রুবিও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, তার বিভাগের এক হাজারেরও বেশি কর্মী স্বেচ্ছায় অবসর নিয়েছেন।

এসময় ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রুবিওকে বলেন, ‘‘মাস্ক ভালো কাজ করছে’’। বৈঠক শুরুর আগে ট্রাম্প মন্ত্রিসভায় মন্তব্য করেছিলেন যে, তাদের সংস্থার প্রধান হিসেবে ইলন মাস্ক কাজ করছেন, কিন্তু তা রুবিও নয়।

রুবিও ও মাস্কের দ্বন্দ্বের বিষয়ে মন্তব্য করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কোনো বক্তব্য দেয়নি। অভিযোগ উঠেছে, ফেডারেল আমলাতন্ত্রের বড় অংশকে মাস্ক অপসারণ করতে চান, কিন্তু রুবিও তা চান না। নির্বাচনে জয়লাভের পরই কর্মী ছাঁটাইয়ের দায়িত্ব ট্রাম্প মাস্কের হাতে তুলে দেন।

তবে ট্রাম্প এ বিষয়ে কোনো দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো দ্বন্দ্ব হয়নি। রুবিও এবং মাস্কের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এবং তারা দুজনই চমৎকার কাজ করছেন।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন