Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সমরাস্ত্র কারখানায় রাশিয়ার ভয়াবহ হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০২:৩৫ পিএম

ইউক্রেনের সমরাস্ত্র কারখানায় রাশিয়ার ভয়াবহ হামলা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর তারা কমপক্ষে ৩৯টি হামলা চালিয়েছে। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে দেশটির সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর তারা কমপক্ষে ৩৯টি হামলা চালিয়েছে। এ হামলা চালাতে তারা স্বয়ংক্রিয় এরিয়াল ভেহিকেল (এক প্রকার ড্রোন) ও ব্যবহার করেছে।

গত ৬ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে এ হামলাগুলো চালায় তারা।

রাশিয়া দাবি করছে তারা এ হামলায় ইউক্রেনের কমপক্ষে ১৮০০ সেনাকে হত্যা করতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা ইউক্রেনর ২৬টি পাল্টা হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, রাশিয়া শুরু থেকে বলে এসেছে, ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেডলাইন। দেশটি আরো বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই  রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া। আর চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন