Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ হয়ে করিডোর নির্মাণের প্রস্তাব মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

বাংলাদেশ হয়ে করিডোর নির্মাণের প্রস্তাব মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা

ভারতের পশ্চিমবঙ্গসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য একটি করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। শুক্রবার শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

সাঙমার প্রস্তাবিত করিডোরটি ১০০ কিলোমিটার বা তার চেয়ে দীর্ঘ হতে পারে এবং এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বন্দরের সঙ্গে সংযুক্ত করবে। উভয় শহরেরই বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে।

মুখ্যমন্ত্রীর মতে, করিডোরটি নির্মাণ করা গেলে শুধু মহেন্দ্রগঞ্জ নয়, মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি জেলার সঙ্গেও পশ্চিমবঙ্গের সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে। তিনি বলেন, "বাংলাদেশের ভেতর দিয়ে যদি হিলি ও মহেন্দ্রগঞ্জকে সংযুক্ত করে একটি করিডোর তৈরি করা যায়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরা থেকে কলকাতায় যাতায়াতের দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে আসবে।"

এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডোর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, "এ প্রকল্পটি কবে বাস্তবায়ন সম্ভব হবে, তা এখনই বলা কঠিন। কারণ, এতে বাংলাদেশের সম্পৃক্ততা রয়েছে। আগের সরকারের সময় নয়াদিল্লি ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। এখন আমরা এটি পুনরুজ্জীবিত করতে কাজ করে যাব।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন