
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:৫৪ এএম

ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫০ জনে।
দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক নিহতদের লাশ উদ্ধার করা হচ্ছে, বাড়ছে মৃতের সংখ্যা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় আরও পাঁচজন ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে চারজন ইসরায়েলি গোলাবর্ষণে এবং একজন পূর্বে আহত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া, গাজায় আহতের সংখ্যা প্রায় ১ লাখ ১১ হাজার ৮৪৫ জনে পৌঁছেছে।
উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলের এই বর্বর হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল দীর্ঘদিন ধরে নৃশংস হামলা চালিয়ে গেছে।
গাজার মানবিক বিপর্যয় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, তবে এখনও বিশ্বসম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনিরা।