
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৪২ এএম
ইউরোপীয় ইউনিয়নের ওপর শিগগিরই শুল্কারোপের ঘোষণা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ পিএম

ছবি : সংগৃহীত
কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি পণ্যের ওপরও শিগগিরই ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে, জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ট্রাম্প জানান, ইইউ থেকে আমদানিকৃত গাড়িসহ বেশ কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তিনি আরও বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
মেক্সিকো ও কানাডার ওপর শুল্কারোপের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়ে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি উল্লেখ করেন, হাজার হাজার মানুষ ফেন্টানিলের কারণে প্রাণ হারিয়েছে, যা মেক্সিকো ও কানাডার সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এ কারণেই শুল্কারোপের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও জানান, মূলত ১ এপ্রিল থেকেই নতুন শুল্ক কার্যকরের পরিকল্পনা ছিল, তবে তা ২ এপ্রিল কার্যকর করা হবে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্কারোপ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই আসবে, বলে তিনি নিশ্চিত করেন।