একইসঙ্গে দুই প্রেমের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে প্রেমিকার বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
প্রতীকী ছবি
একসঙ্গে দুই পুরুষের সঙ্গে প্রেম করার অভিযোগে ৩১৭ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছেন তার প্রথম প্রেমিক। ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাসে। আমেরিকার আরকানসাসের ফ্রেড ব্রুনার নামের প্রেমিক ওই তরুণীর বিরুদ্ধে মামলাটি করেছেন। ওই প্রেমিক যুবকের দাবি, শুধুমাত্র আর্থিক সুবিধা পেতে গত এক দশক ধরে প্রেমের নামে তার সঙ্গে প্রতারণা করেছেন অভিযুক্ত। পাশাপাশি, সম্পর্ক রেখে গিয়েছেন আরও এক যুবকের সঙ্গে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে লাস ভেগাস গিয়েছিলেন ব্রুনার। সেখানেই ওই তরুণীর সঙ্গে তার প্রথম আলাপ। ওই তরুণী যে ক্লাবে নাচতেন, সেখানে নিয়মিত যাতায়াত শুরু করেন ব্রুনার। দুজনের সম্পর্ক আরও গাঢ় হয়। আদালতে ব্রুনারের দাবি, ১০ বছর ধরে সম্পর্কে থাকার সময় প্রেমিকার জন্য তিনি ৩০০ কোটি টাকার উপর খরচ করে ফেলেছেন। বহুমূল্য একটি বাড়িও কিনে দিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি বিদেশ সফরে নিয়ে গিয়েছিলেন। ‘আবদার’ মেটাতে বহু বার নগদ টাকাও দিয়েছিলেন।
ব্রুনারের অভিযোগ, সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে, এই ১০ বছর লাস ভেগাসের আরও এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন তার প্রেমিকা। এর পরেই প্রেমিকার বিরুদ্ধে একই সঙ্গে দুজনের সঙ্গে প্রেম করার অভিযোগ তুলে এবং ৩১৭ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ব্রুনার। তার দাবি, তিনি ধনী হওয়ার কারণেই তাকে ফাঁদে ফেলেছিলেন ওই তরুণী।
সূত্র : আনন্দবাজার