Logo
Logo
×

আন্তর্জাতিক

ফের দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, ৩১ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম

ফের দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, ৩১ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলে জ্বলছে। প্রবল বাতাসের কারণে বুধবার (২২ জানুয়ারি) রাজ্যের উত্তরে নতুন করে আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে।

এই ভয়াবহ দাবানল কয়েক ঘণ্টার মধ্যেই ৮ হাজার একরের বেশি এলাকা গ্রাস করে। ক্যাস্টেইক হ্রদের কাছের পাহাড়ের ঢালগুলোতে ভয়ানক আগুনের শিখা ছড়িয়ে পড়ে।

নতুন দাবানলের কারণে ঝুঁকিতে থাকা কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুটি মারাত্মক দাবানলের কারণে এই অঞ্চলটি এখন বড় ঝুঁকিতে রয়েছে।

সান্তা আনার তীব্র ও শুষ্ক বাতাসের ফলে আগুন আরও তীব্র আকার ধারণ করছে, যা আরও নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩৫ মাইল উত্তরে এবং সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত হ্রদের আশপাশের প্রায় ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

লস অ্যাঞ্জেলেসের উত্তরের এলাকায় নতুন করে আগুন লাগার পর বাসিন্দারা জরুরি সতর্কতা পেয়েছেন। গাড়ি প্যাক করার সময় একজন ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, আমি শুধু প্রার্থনা করছি আমাদের বাড়িটি যেন পুড়ে না যায়।

দুটি ভয়াবহ দাবানলের অগ্নিকাণ্ডে ২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ার পরও বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকা এখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কর্মকর্তা রবার্ট জেনসেন নতুন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্যালিসেডস এবং ইটনের দাবানলে মানুষ যে নির্দেশনা অনুসরণ না করায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা আমরা দেখেছি। আমি আমাদের অঞ্চলে এটা দেখতে চাই না। যদি আপনাকে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়, দয়া করে দ্রুত বেরিয়ে পড়ুন।

টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশ আশপাশের এলাকায় গাড়ি চালিয়ে লোকজনকে সরে যেতে বলছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, কাস্টেইকের পিচেস ডিটেনশন সেন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় ৫০০ বন্দিকে পার্শ্ববর্তী একটি কারাগারে স্থানান্তর করা হচ্ছে।

তিনি জানান, অন্য কারাগারে বন্দি প্রায় ৪ হাজার ৬০০ বন্দিকে এই অঞ্চলের বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে তাদেরকেও স্থানান্তরের প্রয়োজন হতে পারে, এজন্য বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন