Logo
Logo
×

আন্তর্জাতিক

জিম্মিদের বন্দী থাকার সময়ের স্মৃতিচিহ্ন সম্বলিত ‘উপহার ব্যাগ’ দিলো হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

জিম্মিদের বন্দী থাকার সময়ের স্মৃতিচিহ্ন সম্বলিত ‘উপহার ব্যাগ’ দিলো হামাস

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের ১৫ মাস পর শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাস তিন ইসরায়েলি নারী বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তি দেওয়ার সময় বন্দি থাকার স্মৃতিচিহ্ন হিসেবে ‘উপহার ব্যাগ’ তুলে দিয়েছে হামাস। সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) হাতে হস্তান্তরের সময় হামাস উপহার হিসেবে বিশেষ ব্যাগ দিয়েছে। ব্যাগগুলোতে বন্দি অবস্থায় তোলা ছবি এবং একটি ‘শংসাপত্র’ সংযুক্ত ছিল।  

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিন বন্দি রোমি গোনেন, দরোন স্ট্রেইনব্রেচার এবং এমিলি দামারি হাসিমুখে উপহার ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন।  

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামাস সমর্থকেরা বিষয়টিকে উদযাপন করলেও অনেকে এটিকে নিষ্ঠুরতা হিসেবে অভিহিত করেছেন।  

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, মুক্তি পাওয়া তিন নারীকে তাদের মায়েদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একটি ভিডিওতে তাদের সুস্থ অবস্থায় দেখা গেছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় এই যুদ্ধবিরতি নতুন সম্ভাবনার পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন