Logo
Logo
×

আন্তর্জাতিক

আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই: রণধীর জসওয়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:১৭ পিএম

আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই: রণধীর জসওয়াল

ছবি: সংগৃহীত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ ইস্যুতে সম্প্রতি ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ। পাল্টা জবাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে ভারত।  

শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমাদের ইতিবাচক অবস্থান স্পষ্ট করেছি। দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আন্তঃসীমান্ত অপরাধ, পাচার বন্ধ করতে এবং অপরাধমুক্ত সীমান্ত গড়তে আমরা কাঁটাতারের বেড়া, লাইট, প্রযুক্তিগত ডিভাইস এবং গবাদি পশুর বেড়া স্থাপন করছি। এ বিষয়ে আমাদের প্রতিশ্রুতি অটুট।”

পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এ মাসের শুরুতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এতে বাধা দেয় বিজিবি। উত্তেজনা বৃদ্ধির পর বিএসএফ বর্তমানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে।  

ভারত দাবি করছে, তারা চুক্তি অনুযায়ী বেড়া নির্মাণ করছে। তবে বাংলাদেশ জানিয়েছে, সাবেক সরকারের আমলে হওয়া এই চুক্তি পর্যালোচনা করা হবে।  

সীমান্তের পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন