
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১১:৫৯ পিএম
ইয়েমেনে পেট্রোল পাম্পে জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

ছবি : সংগৃহীত
ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রোল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে বিস্ফোরণে আটজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) এই বিস্ফোরণ ঘটে, যাতে পেট্রোল পাম্প ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।
চিকিৎসাকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রবিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রাঙ্গণে জ্বালানি ট্যাঙ্কটি অবস্থিত ছিল।
বিস্ফোরণের সময় পেট্রোল পাম্পটিতে অনেক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পুরো এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ইতোমধ্যে এর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।