ভারতের জন্য অনেক কিছু করেছেন শেখ হাসিনা, তাই যতদিন ইচ্ছা থাকতে দেয়া উচিত: কংগ্রেস নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাই তাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা, সাবেক কূটনীতিক এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মণি শংকর আইয়ার। রোববার (১২ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম *ইকোনমিক টাইমস*-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) মণি শংকর আইয়ার মন্তব্য করেন যে, গত ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা অত্যন্ত ইতিবাচক ছিল।
কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মণি শংকর আইয়ার বলেন, এই আলোচনা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়ে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে—এটি সঠিক সিদ্ধান্ত। যত দিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের উচিত তাকে অতিথি হিসেবে সম্মান দেওয়া।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিশাল আন্দোলনের মুখে ৭৭ বছর বয়সী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান।