Logo
Logo
×

আন্তর্জাতিক

কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানে ফিরছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানে ফিরছেন

ছবি : সংগৃহীত

বিশ্বের কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই আগামী ১১ ও ১২ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী নারী শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাকিস্তানের শিক্ষা সচিব মহিউদ্দিন আহমদ ওয়ানি জানিয়েছেন, সম্মেলন শেষে তিনি দেশে ফিরে যাবেন।

‘মুসলিম সম্প্রদায়ে নারীদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এই সম্মেলনের উদ্দেশ্য হল মুসলিম সমাজে নারীদের শিক্ষার উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা, আলোচনা উৎসাহিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করা। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনটি উচ্চ পর্যায়ের আলোচনা ও সহযোগিতার জন্য একটি আদর্শ মঞ্চ হবে। উদ্বোধনী অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তিনি তার বক্তব্যে মেয়েদের শিক্ষা ও লিঙ্গ সমতা উন্নয়নে জাতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

সম্মেলনে ৪৪টি মুসলিম ও বন্ধু রাষ্ট্রের মন্ত্রী, রাষ্ট্রদূত, শিক্ষাবিদসহ ১৫০ জনের বেশি আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তি এবং ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের শেষ দিনে ‘ইসলামাবাদ ডিক্লারেশন’ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে মুসলিম সমাজের পক্ষ থেকে মেয়েদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।

ফেডারেল শিক্ষামন্ত্রী ড. খালিদ মাকবুল সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে জানান, চারটি প্রদেশের শিক্ষা মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রীরাও সম্মেলনে অংশ নেবেন। তিনি বলেন, আমরা আফগান সমাজের ঐতিহ্যকে মূল্যায়ন করি এবং আফগান সরকারকেও সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। শিক্ষার দিক থেকে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি।

মালালা ইউসুফজাই সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তান সফর করেছিলেন, তখন তিনি বন্যা আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন