Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডায় নিখোঁজের এক মাস পর বাংলাদেশি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

কানাডায় নিখোঁজের এক মাস পর বাংলাদেশি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশে নিখোঁজের এক মাস পর ফ্যানশোয়ে কলেজের বাংলাদেশি শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কানাডাপ্রবাসী লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ৩ ডিসেম্বর নিধুয়া নিখোঁজ হন এবং সর্বশেষ তাকে পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোড এলাকায় দেখা গিয়েছিল।

পুলিশ জানায়, নিধুয়া নিখোঁজ হওয়ার পর অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট তার সন্ধানে তল্লাশি চালায়। তবে ডিসেম্বরের মাঝামাঝি এই তল্লাশি স্থগিত করা হয়। নিখোঁজ হওয়ার ৩২ দিন পর, গত ৪ জানুয়ারি পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকতে ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেন। গত মঙ্গলবার মরদেহটি নিধুয়ার বলে নিশ্চিত করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মৃত্যুর ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। তবে এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

নিধুয়ার জানাজা আগামী শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।

নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে মেয়ের জানাজায় অংশ নেয়ার অনুরোধ জানিয়ে লেখেন, "মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার জন্য বিদায়ী আয়োজন করা হয়েছে। তার অনন্তযাত্রায় দোয়া সবার পাথেয় হবে। আপনারা জানাজায় উপস্থিত থেকে আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবেন। আমিন।"

নিধুয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার গভীর শোকে নিমজ্জিত। প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে নিধুয়া এক হাসিখুশি, প্রগতিশীল তরুণী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন