Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় জারি হলো রেড অ্যালার্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ এএম

সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় জারি হলো রেড অ্যালার্ট

ছবি : সংগৃহীত

সৌদিতে গত কয়েক দিনে টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। এর ফলে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুটি শহর মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

মক্কা ও মদিনা সৌদির পশ্চিমাঞ্চলে অবস্থিত। এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন যে দেশের পূর্বাঞ্চলও বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

বন্যার কারণে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসির ও জাজানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে অনেক এলাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। জনগণকে নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন সব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে এবং বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন