Logo
Logo
×

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লি রুটে ব্যাহত হয়েছে বিমান চলাচল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

ঘন কুয়াশায় দিল্লি রুটে ব্যাহত হয়েছে বিমান চলাচল

ভারতের রাজধানী দিল্লি ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে, যা দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। বুধবার (৮ জানুয়ারি) এই প্রতিকূল পরিস্থিতির কারণে দিল্লিতে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এবং বহু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। একই সঙ্গে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে। খবর ইন্ডিয়া টুডে।

দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু অঞ্চল শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কবলে রয়েছে। এর ফলে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) ২০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং চারটি বাতিল করতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণ ও টেকঅফ চালু থাকলেও লো-ভিজিবিলিটি ল্যান্ডিং সুবিধা না থাকা ফ্লাইটগুলো এই আবহাওয়ার কারণে প্রভাবিত হচ্ছে। 

এর আগে মঙ্গলবার একই কারণে দিল্লি থেকে আসা-যাওয়ার প্রায় ৩০০টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল এবং অন্তত ২৫টি ট্রেন বিলম্বিত হয়।  

ঘন কুয়াশার কারণে দিল্লির পাশাপাশি পাঞ্জাবের অমৃতসর, জম্মু ও কাশ্মিরের জম্মু, এবং উত্তর প্রদেশের আগ্রা বিমানবন্দরেও কার্যত শূন্য দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে। এতে পুরো উত্তরাঞ্চল জুড়ে ফ্লাইট চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ দিল্লিতে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দিয়ে বুধবার কমলা সতর্কতা এবং বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও কমে ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 

দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ক্রমাগত তীব্র শৈত্যপ্রবাহ এবং কুয়াশার পরিস্থিতি জনগণের দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন