Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর, নারী ৩১ জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

ইরানে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর, নারী ৩১ জন

ছবি : সংগৃহীত

ইরানে ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৯০১ জনে পৌঁছেছে, যার মধ্যে ৩১ জন নারী। জাতিসংঘের মানবাধিকার দপ্তর মঙ্গলবার (৭ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মৃত্যুদণ্ড মাদক সংক্রান্ত অপরাধের জন্য কার্যকর করা হয়েছে। তবে ২০২২ সালে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনা এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড কার্যকর করাও নজর কেড়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক বলেন, ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যা উদ্বেগজনক। ইরানকে এই প্রবণতা বন্ধ করতে হবে। ২০২৪ সালে অন্তত ৯০১ জনের ফাঁসি কার্যকর হয়েছে, যা ২০২৩ সালের ৮৫৩ জন থেকে বৃদ্ধি পেয়েছে। এটি ২০১৫ সালের পর সর্বোচ্চ সংখ্যা, যখন ৯৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

২০২২ সালে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পুলিশি হেফাজতে তার মৃত্যুর পর এই বিক্ষোভের সূচনা ঘটে।

বিদায়ী বছরে ৩১ জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। জাতিসংঘের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, এসব নারীর বেশিরভাগই হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন। অনেক নারী পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ বা জোরপূর্বক বিয়ের শিকার ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন