Logo
Logo
×

আন্তর্জাতিক

এক দশক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

এক দশক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো

অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময়, প্রায় এক দশক ধরে প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

প্রতিবেদনে জানানো হয়, দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব থেকেও অব্যাহতি নেবেন ট্রুডো। তবে অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।  

ট্রুডো বলেন, “দেশ একজন নতুন নেতৃত্বের দাবি করছে।” একই সঙ্গে তিনি ঘোষণা দেন যে, আগামী ২৪ মার্চ পর্যন্ত পার্লামেন্ট কার্যক্রম স্থগিত থাকবে।  

উল্লেখ্য, নিজের দলের ভেতরে এবং বিভিন্ন মহল থেকে ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগের এই সিদ্ধান্ত নিতে হয় তাকে। লিবারেল পার্টির নতুন নেতা কে হবেন তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা মার্ক কারনির নাম আলোচনায় উঠে এসেছে।  

অন্যদিকে, বিরোধী দল কনজার্ভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভরে বলেছেন, ট্রুডোর পদত্যাগে কানাডার রাজনৈতিক পরিস্থিতিতে কোনো মৌলিক পরিবর্তন আসবে না।  

এক বিবৃতিতে তিনি বলেন, “গত নয় বছর ধরে ট্রুডোর প্রতিটি সিদ্ধান্ত লিবারেল দলের এমপি এবং নেতাদের পূর্ণ সমর্থন পেয়েছে।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “লিবারেল সরকারের ভুল নীতির জন্য পুরো দলকেই দায় নিতে হবে।”  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন