যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল পেলেন হিলারি-মেসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫০ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, সম্প্রতি হোয়াইট হাউজে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেডেল তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯ জন খ্যাতিমান ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, বিনোদন জগতের কিংবদন্তি ডেনজেল ওয়াশিংটন, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, আইরিশ ব্যান্ড ইউটু'র প্রধান গায়ক বোনো এবং আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি।
মেডেল নেয়ার সময় উপস্থিত সবাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দাঁড়িয়ে অভিবাদন জানান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি ক্লিনটন এবং পরিবারের অন্য সদস্যরা।
অভিনেতা ও পরিচালক ডেনজেল ওয়াশিংটন তার অসামান্য দক্ষতা এবং দীর্ঘ ক্যারিয়ারের জন্য এই সম্মাননায় ভূষিত হন।
ক্রীড়া জগত থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এই পদক পান। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রালফ লরেনকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করে একটি মাইলফলক সৃষ্টি করা হয়। তিনি এই সম্মাননা পাওয়া প্রথম ফ্যাশন ডিজাইনার।