Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ব্যাপক তদন্তের মুখে টিউলিপ সিদ্দিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম

যুক্তরাজ্যে ব্যাপক তদন্তের মুখে টিউলিপ সিদ্দিক

ছবি : সংগৃহীত

লন্ডনে একটি ২ বেডরুমের ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনায় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সাবেক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ডেভেলপার আবদুল মোতালিফের কাছ থেকে কোনো অর্থ ছাড়াই এই অ্যাপার্টমেন্টটি তিনি পেয়েছিলেন বলে জানা গেছে।

সম্প্রতি ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানা যায়, টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত একটি ২ শয্যার অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন, কোনো অর্থ ছাড়াই। ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার তাদের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে, যেখানে তারা ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিংয়ের উদ্ধৃতি দিয়েছে।

উল্লেখযোগ্য যে, আবদুল মোতালিফ বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার সঙ্গে টিউলিপ সিদ্দিকের সম্পর্ক, এমনকি তিনি শেখ হাসিনার বোনের মেয়ে হিসেবেও পরিচিত। অভিযোগ উঠেছে যে, এই উপহার দেয়ার ঘটনা এক ধরনের লেনদেন বা বিশেষ সুবিধার অংশ হতে পারে।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভায় ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রধান দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতের দুর্নীতি ও সুশাসন নিশ্চিত করা। তবে এই অভিযোগের বিষয়ে মন্তব্য করতে টিউলিপ সিদ্দিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এখন প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে টিউলিপ সিদ্দিকের উপর রাজনৈতিক চাপ বাড়বে কিনা এবং কীভাবে এই তদন্তের ফলাফল আসবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন