Logo
Logo
×

আন্তর্জাতিক

বাড়ালো সৌদি আরবের ভিসা ও ইকামার ফি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

বাড়ালো সৌদি আরবের ভিসা ও ইকামার ফি

সম্প্রতি, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম ভিসা ও ইকামার ফি হালনাগাদ করেছে। ২০২৫ সাল থেকে নতুন ফি নির্ধারণ করা হয়েছে। দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। অন্যদিকে, ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল।

এক প্রতিবেদনে আজ টিভি জানায়, পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে খরচ হবে ৬৯ রিয়াল এবং কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি নির্ধারণ করা হয়েছে ২৮.৭৫ রিয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবশে জানায়, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়।

এছাড়া, ভিজিট ভিসাধারীদের অনুপস্থিতির রিপোর্ট দাখিলের জন্য আবশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে, যা সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে: ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন