Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের গুজরাটে বহুতল ভবন ধসে আহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম

ভারতের গুজরাটে বহুতল ভবন ধসে আহত ১৫

ভারতের গুজরাটে বহুতল ভবন ধসে আহত ১৫

ভারতের গুজরাটের সুরাট এলাকায় একটি বহুতল ভবন ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ৬ তলা ভবনটি ভেঙে অন্তত ১৫ জন আহত হয়েছে। এখনো অনেকেই ধসে পড়া ভবনটিতে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। সুরট এলাকার সচিন পালি গ্রামে এ বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনটিতে বলা হয়, গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে সুরাটে। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, প্রবল বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে ওই বহুতল ভবনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি বহু বছরের পুরনো এবং জীর্ণ-শীর্ণ। কিন্তু ঝুঁকি নিয়েই ওই ভবনটিতে ভাড়া থাকতেন অনেকগুলো পরিবার। ভেঙে পড়ার পরে ঘটনাস্থলের কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কংক্রিটের ঢালাই ভেঙে ভবনটির ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা ছেছে, ২০১৭ সালে তৈরি করা হয়েছিল এ বাড়িটি। সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিংহ গহলৌত জানিয়েছেন, বহুতল ভবনটিতে ৩০টি ফ্ল্যাট ছিল। ভবনটিতে ৫-৬টি পরিবার বসবাস করতেন।

তিনি আরো জানান, ভবনটি ধসে পড়ার ৫ মিনিট পরে থানায় খবর দেয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। 

ভবনটির দাড়োয়ান দাবি করেছেন, ভবনটি ভেঙে পড়ার সময় ভিতরে বেশ কয়েক জন আটকে ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন