Logo
Logo
×

আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় জিমি কার্টার সেন্টার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জিমি কার্টার, যিনি যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’ নিচ্ছিলেন। খবর বিবিসির।

সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন, যদিও রোজালিন ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান। জিমি কার্টারই প্রথম শতবর্ষী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত।

ওয়াটারগেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় ডেমোক্র্যাট হিসেবে ১৯৭৬ সালে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে হেরে যাওয়ার আগে কার্টার এক মেয়াদ দায়িত্ব পালন করেন।

বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন জিমি কার্টার

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন