Logo
Logo
×

আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের

ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ৯২ বছর বয়সে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ভারতের সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে, মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। তার সম্মানে দেশব্যাপী সকল সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং আগামী সাতদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ দিন, দুপুর ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শোকের ঘোষণা দেওয়া হবে। কংগ্রেস দলও তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ আগামী সাত দিনের সকল আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের পতাকাও অর্ধনমিত রাখা হবে এই শোকের সময়কালজুড়ে।

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।

একজন অর্থনীতিবিদ হিসেবে ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক সংস্কারের পথে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়, যার ফলে বিশ্বব্যাপী প্রশংসিত হয় দেশটির অর্থনীতি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন