Logo
Logo
×

আন্তর্জাতিক

মনমোহন সিং মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পিএম

মনমোহন সিং মারা গেছেন

ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এদিন গুরুতর অসুস্থ মনমোহন সিংকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি তাদের প্রতিবেদনের জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।

'তাকে রাত ৮টা ৬ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়,' জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন