Logo
Logo
×

আন্তর্জাতিক

তিক্ততা কমাতে পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

তিক্ততা কমাতে পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের তিক্ততা কমাতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাসী আক্রমণ নিয়ে দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকায় উত্তরণ চেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের পর মুত্তাকির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুদেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নয়নে এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ২,৬০০ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করা এ দুটি দেশ সম্পর্ক উন্নয়ন চায়। তালেবানের প্রধান কূটনীতিক বলেন, কাবুল ইসলমাবাদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায়।

বিস্তারিত কিছু না জানিয়ে আমির খান মুতাক্কি বলেন, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক আরও উন্নয়নের জন্য উভয় সরকারকে পারস্পরিক সমন্বয় বাড়াতে হবে এবং ভ্রমণকারীদের সুবিধা দিতে হবে। পাশাপাশি সম্পর্কের টানাপড়েন সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক বলেন, তার মিশন হচ্ছে দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নত করা।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ব্যাপক আলোচনা করেছি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছি। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী আক্রমণ বৃদ্ধি পেয়ে হাজার হাজার পাকিস্তানি সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হত্যা করেছে, যার ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

হাক্কানির দপ্তর থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের দুই দেশের সম্পর্ক রক্ষা করতে যৌথ প্রচেষ্টা দ্রুততর করতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর দ্রুত সমাধান করতে যৌথ প্রচেষ্টা জোরদার করতে হবে। তালেবান নেতারা বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছেন যে, আফগান অঞ্চলকে আক্রমণের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা পাকিস্তানের সহিংসতাকে তাদের অভ্যন্তরীণ সমস্যা বলেই অভিহিত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন