Logo
Logo
×

আন্তর্জাতিক

আফ্রিকার মোজাম্বিকে সহিংসতা-নৈরাজ্য, লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পিএম

আফ্রিকার মোজাম্বিকে সহিংসতা-নৈরাজ্য, লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি

মোজাম্বিকে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন এবং এর ফলাফল ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় দেশটিতে চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসা ও অন্যান্য কারণে মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চেয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) মোজাম্বিকে বসবাসরত প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান একটি ভিডিও বার্তায় বাংলাদেশ সরকারের কাছে সহায়তার আবেদন জানান।

সাইদুর রহমান তার বার্তায় বলেন, "আমি মোহাম্মদ সাইদুর রহমান, আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। মোজাম্বিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রবাসীরা রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছি। সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের ফলে আমাদের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে। এখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বাস করছেন, যাদের মধ্যে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানা হামলার শিকার হয়েছে। বর্তমানে আমরা রাস্তায় মানবেতর জীবনযাপন করছি।"

তিনি আরও জানান, তারা বিভিন্ন থানায় আশ্রয় নিয়েছেন। তবে, দেশটিতে কোনো বাংলাদেশি দূতাবাস না থাকায় তারা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

আরেক প্রবাসী, নিজাম উদ্দীন বলেন, "আমরা এখানে অসহায় অবস্থায় পড়েছি। একটি প্রদেশে প্রায় ৯০ শতাংশ দোকানপাট লুটপাট করা হয়েছে। আমরা চরম সংকটে আছি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।"

বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা বার্তায় উল্লেখ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন