Logo
Logo
×

আন্তর্জাতিক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার

ভারতের দিল্লী ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও সোমবার (২৩ ডিসেম্বর) এই দুই দিনে তাদের গ্রেফতার করা হয়। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরন এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দিল্লীতে একটি খুনের ঘটনার তদন্তে গিয়ে পুলিশ অবৈধ বাংলাদেশিদের সন্ধান পায়। তল্লাশি চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরন জানায়, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যরা আটক করে। তাদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও আটক করা হয়।

অপরদিকে, সোমবার মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলা সীমান্ত থেকে বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি ও মাদক উদ্ধার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন